ঘুরে দাঁড়ানোর আগেই বারবার চিৎকাত
উত্তরমেরু থেকে দক্ষিণমেরু...
সমতল থেকে পাহাড় সবকিছু উদ্ভ্রান্তের মতো পরিচয়হীন!
কতোবার বলেছি এসো রিহার্সাল করি
হাঁটতে শেখা, কথা বলতে শেখা, হাত চালাতে
শেখা, চাকা ঘুরাতে শেখা ইত্যাদি.. ইত্যাদি!
সবাই সবার মতো চলছে বেশ অন্তর থেকে
অন্দর, অতঃপর খুঁড়িয়ে খুঁড়িয়ে আরো সামনে
এগিয়ে যাওয়ার বন্দর... কোথাও নেই একদণ্ড
নোঙর!
গল্পটা এরপর...?
চিৎকাতের কিছুটা পর!