একটা জ্যান্ত বিকেল সহসাই ছিনতাই হলো
কেউ কিছু বলেনি
না কোচ
না কোঁচর!

আমিও এমনি মানুষ একবার উদর আরেকবার
ভোঁদড়!
তবুও হেঁসেলে কান্না রান্না হচ্ছে
তবুও খুউব ছিনতাইকারী হওয়ার ইচ্ছে!!