ঘটা করেই আয়োজন করেছিলো
শব্দ ও বাক্য
তৈরিও ছিলো চিল শকুনের মঞ্চ
বিপ্লবের কথা বলে তুমিই করেছো
আমার সাথে প্রপঞ্চ!
সেই কোন্দিন আমার আকাশ
হতো কার্তিক মাঠের চাঁদ,
মৃত্যুর আগে স্বপ্নের কথা বলে
আমার স্বপ্ন ভেঙ্গেছো
তোমারই হাতে পেতে রাখা ফাঁদ!
দক্ষিণা নিয়েছো সন্ধ্যা বেলা
দুই যুগ আগের একদিন
সময়ের বুকে সময় জন্ম নেয়
পেছনে পড়ে থাকে ঋণ!!