ছেঁড়া বাতাস কিছু বুঝে না
উড়িয়ে নিতে পারে না ধরলার ঢেউ
বুনোহাঁসের মতো জীবন আমার
সঙ্গী হয় না কেউ---!!

এখন এমনি পাতকুয়া জীবন
মুখ টিপে হাসে কুনোব্যাঙ
কুমোর আগুনে তামাটে মেঘ
বাতাসের কার্নিশে অনার্য ঠ্যাং!!