কার পদে পদ রেখেছিলাম খরার উপর খরা
শব্দ, বাক্য, উপমা, অলংকার সবাই ঘাটের মরা!
তবুও একচোখা পৃথিবী দশ চোখে তাকায়
আহাজারিতে ভারী বাতাস, হাসে বুলেট বোমায়!
বাপ-বেটা, মা-মেয়ে সবাই একসাথে হয় জোট
কোনো দ্বিধা নেই.. এবার মরণেই দেবো ভোট!
খুন দেখে ওদের বোন হাসে, ভাই হাসে, হাসে মা
আমরা সবাই গদির লোভে চাটতে থাকি পা!