পাখিদের মতোন কবিতাও স্বাধীনতা চায়
মুক্ত শব্দের স্বাধীনতা,
উপমার ভার থেকে ভাব অবমুক্তির স্বাধীনতা
আছো, কোনো ফেরিওয়ালা বিক্রি করবে
স্বাধীনতা....?