উড়ো কথা শুনেছি, ছাগলে মেঘ খায়
সত্য-মিথ্যা তুলাদণ্ডে মাপতে যাইনি
যার যা খুশি খেতে পারে খাওয়া-খাওয়ির এই দুনিয়ায়!
কেউ কেউ হাত খায়, অজুহাত খায়
হৈ হুল্লোড় খায়, নিরবতাও বাকি বাখে না
ভুসি খায়, খুদ, খৈল, কুঁড়ো তাও খায়
লালি খায়, গালি খায়, চুমু তা-ও বাকি রাখে না!
যার যা খুশি খাক.. খাওয়া-খাওয়ির দুনিয়ায়
তাই বলে ভাষা খাবে?
চিরদুখিনী মায়ের আশা খাবে?
বাবার ভালোবাসা তাও খাবে?
খাক... যতো খুশি... যেমন খুশি খেতে থাক..... !!