আজ ব্রহ্মপুত্রের শান্ত জলে
চাঁদের নরম কাঁচ ভাঙে—
আলো-আঁধারির গোপন সংকেত ছড়িয়ে দেয় বাতাসে।
লাগোয়া পার্কে ভিড়, হাজারো মানুষের ঢেউ
তাদের মুখের উচ্ছ্বাসে উল্লাসে
হারিয়ে যায় পরিচয়ের সীমারেখা।
ডিজিটাল শিশুরা চাঁদ ছোঁয়ার গল্প বলে
তাদের সেই গল্প বিরহী আকাশ ঝুঁকে শোনে
কয়জন জানে.....এই রাতের বুকে
কেউ কেউ কাঁদে আর কেউ কেউ হাসে।
ঈদের আলোয় মুখ মাখিয়ে নিয়েছে পুরো শহর
ঐতিহ্যের মিনার ভেসে ওঠে স্মৃতির কুয়াশার ভিতর
আর আমি যেন
ব্রহ্মপুত্রের পারে কোনোএক অলীক ছায়া
যে ঈদের রাতেও বাস্তবের ভার ভুলতে জানে না!