চারগাছের কাছ থেকে দীক্ষিত হয়েছিলাম
কীভাবে বড় হতে হয়
কীভাবে শাখা-প্রশাখা মেলতে হয়
কীভাবে প্রসবোত্তর ফুল কে ফলে পরিণত হয়!
এরপর দেখি আমি এক মূলহীন কাণ্ড
ডানে-বায়ে কেবল বোধহীন ইমারত প্রকাণ্ড!
কোথাও নোঙর ফেলার এতোটুকু ফুরসত নেই
দানব আর মানবে কোনো ইতর-বিশেষ নেই
আমার কেবল চাল চাপানো হাঁড়ির কথা মনে হয়
স্বহস্তে জ্বালানো আগুন সেও নিতে চায় শোধ
তবে কি জীবন মানেই কেবল আটআনা সুদ
আর বাকি আটআনা বুঁদবুঁদ আর বুঁদবুঁদ?