একটা ব্রিজ তৈরিতে অনেকদিন গত হয়
সিমেন্ট, পাথর, রড, ইট, বালির দরকার হয়
যে অহংকারী পথিক ব্রিজ দিয়ে হেঁটে যায়
এসব খবর তার কাছে খুব একটা দাম নাই!
সেই ব্রিজ যখন বজ্রাঘাতে ভেঙে যায়
তখন ব্রিজের কিছুই হয় না
কেবল সেই দাম্ভিক পথিক থমকে দাঁড়ায়!
সবাই জানে,
ব্রিজ ভাঙা যত সহজ গড়া তত সহজ নয়
সম্পর্কও একটা ব্রিজ
যত্ন না করলে তারও ব্রিজের দশাই হয়!!