বাউরি বাতাস এক দুরন্ত ছেলে ন্যাকা
গ্রামের পথে ঘুরে বেড়ায় একা একা।
মাঠের বুকে সবুজ ঘাসে দোলা দিয়ে
স্বপ্ন দেখে, দূর আকাশে উড়ে গিয়ে।
নদীর ধারে কাশফুলের সেই মেলাতে
গান গেয়ে যায় আপন মনে সুর মেলাতে।
পাখির ডাকে, ফুলের গন্ধে মাতাল হয়ে
হারিয়ে যায় সে, দূরের দেশে পথ চেয়ে।
বৃষ্টি এলে, ভিজে মাটির সোঁদা গন্ধে
নাচে সে মেতে, খুশির ছন্দে আনন্দে।
রাতের আঁধারে, জোনাকির আলোয় ভেসে
গল্প শোনে, চাঁদের বুড়ির রূপকথার দেশে।
বাউরি বাতাস, মুক্ত মনের এক ছবি
প্রকৃতির কোলে, সে যেন এক কবি।
জীবন তার সহজ সরল, আনন্দে ভরা
ভালোবাসার রঙে রাঙানো, স্বপ্ন গড়া।
------------------------