কুয়াশার অচেনা চাদরে ঢাকা ফেব্রুয়ারির সকাল
হঠাৎ কোকিলের ডাক, যেন বসন্তের মায়াজাল
হৃদয়ে রঙের খেলা, মন জুড়ে আনন্দের চেনা ঢেউ
বসন্তের আগমনে প্রকৃতি যেন লাজুক নতুন বউ।

গাছে গাছে নতুন পাতা, ফুলেরা হেসে বলছে কথা
বাতাসে ভেসে ভেসে আসে তাদের মিষ্টি সুবাস
পাখিরা গান গেয়ে যায়, মনটা আনন্দে ভরে যায়
বসন্তের এই রূপ যেন মায়াময় স্বপ্নীল এক আবাস।

এই স্বপ্ন তোমায় ডাকে, যেথায় সময় থমকে থাকে
যেখানে রংধনুরা হাসে, আকাশ জুড়ে ছায়াপথ ভাসে
যেথায় তুমি আমি মিলে-মিশে, এক হয়ে যাই
বসন্তের মায়াবী সময়ে আমরা ভালোবাসার সেপাই