বড়শি ফেলে বসে আছি প্রমাণ সময়
জলের ভেতর ভুমিকম্প জাতীয় কিছু একটা হচ্ছে
তবুও কোনো মাছ একটা ঠোকরও দেয়নি!
আচ্ছা কুসুম, বলতো দেখি....
পূর্ণিমা আর অমাবস্যার চাঁদের ফারাক কী?
কুসুম কিছু বলেনি!
এদিকে সূর্যও পশ্চিম অঞ্চলে... যায় যায় দিন
মাথার উপরে এবড়োখেবড়ো সাঁওতালি মেঘ
কুসুম মুচকি হাসে... হাসতে হাসতে বাড়ে গতিবেগ
বলে, কে কোথাও আছো...?
দেখে যাও... আমার মিনশের বলদ কাণ্ড
যে বড়শিতে আধার নেই
সে বড়শিতে কি মাছ পড়বে ভাণ্ড... ভাণ্ড?