বেশ করেছে বেশ করেছে
বরষা রাণী আজ এসেছে
তার খোঁপায় গোঁজা ফুল,
কদম দেখ হাসছে কেমন
খোকাখুকিরা হাসে যেমন
তাদের গা করে তুলতুল!

আকাশ জুড়ে মেঘের ভেলা
সোনামনিরা করছে খেলা
উদোম গায়ে কী লুটোপুটি!
জ্বর হবে না কি সর্দি হবে
নাই পরওয়া কিছুরই তবে
আজ সকল ছেলের জুটি!

দেখ, নতুন জলে টেংরাপুঁটি
ওরাও করে কেমন খুনসুটি
মাথায় জলের টোপর  দিয়ে,
নানি আসছে নানা আসছে
নতুন জলে নৌকা ভাসছে
যাবে যে নানার বাড়ি নিয়ে!
-------------------------