আজ কোন ছড়া নয়
আজ শুধুই পড়া
পড়াতেই আপন হবে
এই সুন্দর ধরা।
বইয়ের সাথে সখ্য গড়
বই তোমার বন্ধু
বইতেই লুকিয়ে আছে
অথৈ জ্ঞান সিন্ধু।
যে পড়ে সে-ই পারে
হাতে তোল বই
বিশ্বজোড়া খ্যাতি পেতে
বইকে বানাও মই।
কালো কালো হরফেরা
স্বপ্ন সাজায় বেশ
খুকির ছোট্ট গালে যেন
ভালোবাসার রেশ!!