আগ্নেয়গিরি মরে গেলে সেখানে ঘাস হয়
সেই ঘাসে ডাল-পালা, ফুল-ফল তাও হয়
রঙের ছাই পারফিউম
যে বৃক্ষের শেকড় নেই.. সেই বৃক্ষে মুরগি
দিবে কতোদিন ওম..?
খোলস ছেড়ে যে সাপ মুক্ত হাওয়ায় ওড়ে
ওড়তে ওড়তে দ্যাখে কোনো এক ভোরে
খোলস থেকে নয় সে খুব বেশি একটা দূরে!
একদিন দৈবাৎ জেগে উঠে মৃত আগ্নেয়গিরির
পুরাতন রুপ.... তখন পুরনো গর্তের ভেতর
থেকে সাপও চেঁচিয়ে বলে, বহুৎ খুউব...!!