সমুদ্র যখন বুভুক্ষু হয় তখন কেউ কথা রাখে না
সবাই তখন সময়ের অগ্রভাগে চলতে চায়
তখন কারো কারো সময় থাকলেও টাইম নাই!
যদিও কিছু মানুষ উত্তাল ঢেউয়ের ডালে বসেও হাসে
ওদের অভিধানে মানুষ আর বনমানুষ বলে কিছু নেই
ওরা সবাই ডিজিটাল ডিকশনারি ঘাঁটা লোক
ওদের চোখের এক ইশারায় কালি হয় ভাঙাশামুক!
তবুও বুভুক্ষু সময় বড়ই বেদিল, কাউকে ক্ষমা করে না
না চিতা আর না কবিতা
দু:স্বপ্নের মতোন সে জ্বলতেই থাকে
শেকড় ছেঁড়া মেঘের মতোন কথা বলতেই থাকে!
আমি কিছুমাত্র অবাক হই না মানুষ অথবা জিন
কেউ আছো.... দায়মুক্তি দিবে বুভুক্ষু সময়ের ঋণ?