ধীরে ধীরে যখন আমার ব্লাড প্রেশার বাড়তে থাকে
তখন আমি টের পাই
প্রথমে মনে হয় যেন পিঁপড়ে হাঁটছে হাতের তালু
অথবা গরুর পিছে পিছে যেভাবে ছুটে চলে লালু!
তখন নিজেকে নিয়ন্ত্রিত নিবিড় পর্যবেক্ষণে রাখি
তবুও সমস্ত পৃথিবীর গতি আচানক বেড়ে যায়
কখনও মনে হয় নগদ... আবার কখনও বাকি!
আসলে এই দুনিয়ার তেলেসমাতি কাজ সবকিছু
যতই আমরা ভালো থাকার প্রচেষ্টা করি না কেন
যদি, তবে এবং কিন্তুর মত কিছু একটা নিবেই পিছু!