কবিতা লিখি না বেশ কয়েক হাজার বছর
কেবল মদ্যপ শব্দদের ওড়াওড়ি দেখি
কিছু আঁতেল বাক্যের গড়াগড়ি দেখি
যে একদিন শীতল হাওয়ায় ছেড়ে গেছে ঘর
সে কি কোনোদিন খুঁজবে আপন-পর?
তবুও একই জায়গায় বারংবার খোঁড়াখুঁড়ি করি
জলের কাহন বদলে তিতাস এখন রক্তনদী
তবুও সুখের ঢেঊ খুবলে খায় কেউ কেউ
বাকিরা সবাই ঠোকর দেয় গদি বা যদি!
পাঞ্জসিরের দখল নিয়ে বিভ্রান্তি কাটছেই না
কী আচানক! শবাধারও এখন সরস কবিতা
মাঝেমধ্যে সখিনাকে খুউব বলতে ইচ্ছে করে
তবে কি... তুমিই আমার ভোরের সবিতা?