হাটে মাঠে পথে ঘাটে
বিশ্বকাপের দামামা
ব্যাটে বলে লড়াই হলেও
ঠিক যেন আমামা!

কারো চেয়ে কম নয় কেউ
বোলার কিংবা ব্যাটার
তাদেরকেও ছাড়িয়ে গেছে
ভিন দেশী এক চ্যাটার!

তারাই নাকি কাপ নেবে
অন্যরা সব ফাও
মনে মনে বলছি টাইগার
একটা গর্জন দাও!
-------------------