পাহাড়কে বিশ্বাস করি না.. সেও ক্ষয়ে যায়
পুঁচকে ইঁদুরও গর্ত খুঁড়ে তার গায়
তবে কি বিশ্বাস হারিয়ে গেছে কচুর পাতায়?
আমার বোধ-বুদ্ধি আগেও ছিলো না
এখন তো আরও নেই...
কতবার যে পঁচা শামুকে পা কেটেছি
তবুও পা যেমন ছিলো..এখনো আছে সে-ই!
আসলে বিশ্বাস করে ঠক খেলেও ভালো
অন্তর নানা উপাচারে ভরা থাকে
আর অবিশ্বাসীর অন্তরে কেবলই ব্যাঙ ডাকে!!