বিশ্বস্ত সূর্যটা...
বঙ্গোপসাগরের তলদেশ হতে উঠে আসে
এসেই ধ্যানী তাপসীর মতোন রাঙিয়ে দেয়
সবুজের বুক
মুছে দেয় সন্তান-হারা মায়ের ভেজা চোখ।
পাগলিনী মা বিজয়ের আনন্দে ভুলে যায়
সব দুখ; সে এখন ফেরি করে দু'হাত ভর্তি
মুঠো মুঠো সুখ।
------------------------------------