চার বছর পরে পরে
আসে বিশ্বকাপ
কেউ নাচায় কেউ নাচে
ওরে বাপরে বাপ!

বিশ্ব জুড়ে উন্মাদনা
ছেলে-বুড়োর দল
মেসি নাকি নেইমার
জিতবে কে রে বল।

বাড়ি বাড়ি পতাকা
ভাই বোনে দল
মিলেমিশে সবাই দেখি
বিশ্বকাপ ফুটবল।।
----------------