ইচ্ছে হয় কিছু কথা শোকেসে সাজিয়ে রাখি
ওরা আকাশের নক্ষত্রের মতো মিটিমিটি করুক
রাত গভীর হলেই গুহা মুখে বেরিয়ে আসুক
আমার সাথে হিস হিস কথার জাবর কাটুক!
ডুবসাঁতারে পার হোক শিথান থেকে পৈথান
মাঝে মাঝে হাতে-কলমে লিখে রাখুক জীবনের
কিছু লাঞ্চিত খতিয়ান!
অথবা
বড় রাস্তার মোড়ে যেখানে ঘুমায় কবি-রাজ
তার মাথায় পরিয়ে দিক সুনীল আসমানী তাজ!
আমি জানি, এসব কথা পাগলামিরই নামান্তর
তবে কি কথারা আর বিনোদিনী হবেনা কালান্তর?