মাটিতে জন্মেই আমরা সবাই আকাশ ছুঁয়ে দিতে চাই
ছুঁতে চাই পাস্তুরিত নগদান বিশ্বাস
অথচ তখনও আমরা কেউ জানি না কোনটা নিঃশ্বাস
আর কোনটাই বা প্রশ্বাস!
জাবরকাটা ভালোবাসি বলে জাবর কাটতেই থাকি
বৈকালিক বসন্ত পুড়ে আরোপিত কর
ওদিকে নিসিন্দারাও নীরবে নিষিক্ত হয়
সমুদ্রের ফেনায় শিক্ষিত হয় কে আপন কে পর।
নস্টালজিয়া পেয়ে বসলেই ভালোবাসার কৈতরি হই
নিমজ্জিত জাহাজও তখন যৌবনের অরুন্ধতী
বিস্তারিত বলার অপেক্ষা রাখে না হালের জৈবতী...
ফুলে ফুলে যে প্রজাপতি মধু খায়, সেও কি কম সতী?
----------------------------