বিজয় মানে মায়ের মুখে
কৃষ্ণচুড়ার হাসি
বিজয় মানে ফুলে-ফলে
দেশকে ভালোবাসি।

বিজয় মানে বন্দুক হাতে
বাবার সোনা মুখ
বিজয় মানে ছিনিয়ে আনা
কোটি প্রাণের সুখ।

বিজয় মানে তরু-লতা
আকাশে ওড়া পাখি
বিজয় মানে বোনের আদর
জাগলো সাড়া আঁখি।

বিজয় মানে সুখ পাখিটার
নিত্য ভালোবাসা
বিজয় মানে সুরের তালে
মিটে সকল আশা।