বিজয় একজন মহান মুক্তিসেনা...
তাঁর হাতে তখনও উদ্যত ক্ষেপা গ্রেনেড
কেবল একটি গুড়ুম গুড়ুম শব্দের অপেক্ষা..

ঠক ঠক কাঁপছিল তাঁর বুক, চোখ, নাভিমূল
হঠাৎ সেই পরিস্থিতি বদলে গেল আমুল
স্বর্গ থেকে দ্রুতপদে নেমে এলেন অপ্সরীকুল
বিজয়ের হাতে এখন একটি বিজয় ফুল!!
------------------