অতিশয় আর নিরতিশয় এর কথা ভাবি
জীবন কখনও ফুলেফেঁপে তেলের পিঠা
কখনো তিক্ততা আবার কখনো নুনের ছিটা!
আশা আর কুয়াশা ওরাও ওরাংওটাং হয়
জলের তলে নিশ্চিন্ত ঘুমায় দুশমন্তের পাপ
নাড়ীটেপা ডাক্তার সেও চেঁচিয়ে বলে,
বাপুরে, এ যে দেখছি জলজ্যান্ত খবিস সাপ!
এইসব গ্রহে কদাচিৎ গ্রহণ হয়
খিস্তিখেউড়ে ভেসে যায় সমস্ত অভিধান
কে জানে না
পাপ আর পুন্য ওরা সবাই নিয়তির বিধান!
তবুও গতর খাটিয়ে মুখস্ত করি গতির নামতা
ভুঁইফোড় আশা আর নিরাশা ওরাও
কেবল বকতে থাকে আমতা.... আমতা!!