হাজার-পনের'শ টাকায় একটা পোর্টাল কিনবো
খুউব সহজেই সম্পাদকের টিকেট হাতে পেয়ে যাব;
কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ এসব ভালো লেখার
তেমন একটা দরকার নেই....
কে জানে না..? উঠের পিঠে মুকুট থাকবেই!
এতে করে বিনে পয়সায় আকাশ কেনার মতোন
বেশুমার লাভ করতে পারব লাভ...
আষাঢ়ী গাবের কথা মনে আছে... গাব? এছাড়াও
চারদিকে তেলের ঘটি-বাটি সাজানো আছে
মালিশ করার জন্য অক্লান্ত হস্ত প্রসারিত আছে!
এখানেই শেষ নয়, ক্ষণে ক্ষণে বদলাতে পারবো
ভাব, যেমন কুকুরের লেজ বাঁকা হওয়াই স্বভাব!