বেলার পাখি ওড়া চোখ এখন সবকিছু বিবস্র দ্যাখে
লণ্ঠন হাতে নিয়ে  রাস্তার মোড়ে মোড়ে সে আব্রু খুঁজে
কোথাও এতোটুকু জামিনদার শামিয়ানা নেই
বারো গজ হলেও যেই, তিন/চার গজ হলেও সেই!

বেলার বুঝতে বাকি নেই কাক কেনো কা কা করে
বিড়াল কেন দুধ দেখলেই চুক চুক করে জিহবা নাড়ায়
কুকুরের লেজ কেন কোনোদিন হয় না সোজা..
বেলার কাছে সে নিজেই এখন একটা ভারি বোঝা!

তবুও বেলা অভ্যাসগত একই নামতা পড়ে হররোজ
উকুনের মতোন গদিনশীন কেউ যদি দৈবাৎ নেয় খোঁজ!

কেউ আসে না; যারা আসে তারা সবাই শিক্ষিত কুকুর
চামচিকা, টিকটিকি ওরা তাকিয়ে থাকে...
জৈবতী বেলার হাতে দেড় হাত লম্বা একখান মুগুর.!!
---------------------------------