স্রোত সে উল্টো অথবা সিধা যাই হউক না কেন
স্রোতের টানে ভেসে চলাই তো জীবন!
জন্মমাত্র যে চিৎকারে জানান দিয়েছিলাম অস্তিত্ব
দিনশেষে এখনও বয়ে বেড়াচ্ছি সেই তাই
তবে কি এই চিৎকারের চেয়ে সত্য অন্য কিছু নাই?

যে তুমি একদিন ভালোবেসে আমার হাত ধরেছিলে
যে তুমি আমার জামার হাতল থেকে খুঁটে খুঁটে
ময়লা পাকসাফ করেছিলে
যে তুমি সারাজীবন সুখ সাগরের প্রতিশ্রুতি দিয়েছিলে
যে তুমি মিছিমিছি আমার মাথায় উকুন খূঁজতে
যে তুমি আমার আগেই আমার দু:খ বুঝতে
অথচ সেই তুমিই কিনা আজকাল কথায় কথায়
ফোড়ন কাটো
কথায় কথায় গ্লাস ভাঙো, প্লেট ভাঙো!!

তাহলে কি আমিই তোমার সেই মহাকাব্যিক দুরাচার
তবে কি তুমিই আমার শিথান জুড়ে বেদনার মনিহার!
-------------------------