আমারও একদিন ঘুঘু চড়ানো দিন ছিল
আমারও একদিন ভেন্না পাতার বীণ ছিল
কে জানতো এসব কিছুর...
এসব কিছুর অন্তরালে কেউ দিন গুনছিল!
এরপর আরও কত কত বারোমাস গেলো
মাসগুলো দিনান্তে গোটা গোটা বছর হলো
কে জানতো এসব কিছুকেই ..
এসব কিছুকেই তুমি নীরব ভালোবাসা বলো!
এখন আমি বছরে তেরোমাস উদাস থাকি
ইচ্ছে করে পৃথিবীর সবাইকে ভালো রাখি!
কে জানতো এসব কিছুতে সবাই হবে অবাক
মাথার উপর ঠাঁই দাঁড়িয়ে হাসে দাঁড়কাক!