কবিতার কথা মনে হলেই বুকের ভেতর ধুঁক করে উঠে
বলা নেই, কওয়া নেই এমনি নিরুদ্দেশ হয় কেউ...
তবুও জেগে থাকি.. জেগে থাকে অসম রাত্রির ঢেউ!
সে আসবে বলেই কিনা জানি না পাস্তুরিত হয় অন্ধকার
সমস্ত রাজপথ জুড়ে শামুক হাঁটে
সমস্ত কানাগলিতে হাঁটে কচ্ছপ
কেবল বুঝতে পারি না কোনটা কার, কোনটা আকার
তবুও সবকিছুতেই বাদ সাধে দুঃখী সখিনার হাহাকার!
আমিও আজকাল বাজির দরে শব্দ পোড়াই
সানকি পাড়া কাঁচাবাজারে নুন কিনতে টাকা ওড়াই..
অথচ হররোজ কতো কতো ঘুড়ি আকাশে উড়ে
শব্দের যতই যোগাড় দিই না কেন.. বাক্য তবুও দুরে..!
আসলে এসব ওড়ো কথার তেমন একটা মানে নাই....
বাজারে তেল নাই..তবুও অনেকেই কবিতায় তেল চায়!