ক্ষতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু ব্যথা বেশ বেশি
কুকুরগুলো মোটাতাজা
একদমই বুঝা যায় না দেশি নাকি বিদেশি!
আসলে নিজের ব্যথা-ই সবাই বুঝে
পরের ব্যথা কেউ বুঝে না!
তবুও আমার কাঙালের কথা খুউব মনে পড়ে
যে কিনা দিন কে বলতো রাইত
আর রাইত কে বলতো দিন
এসব শুনলে আমার কেন বুকটা করে চিনচিন?