চলো.. এবার সভ্যতার পাটাতন উল্টে দিই
গুড়িয়ে দিই কামুক নগর থেকে শহর
বস্তাবন্দি করে সমুদ্রে ডুবিয়ে দিই এইসব প্রহর!
চলো.. আবার জংলী হই আন্দামান থেকে
আমাজান, দু'উরুর সন্ধিতে রক্ত দেখে দেখে
আর কতো কাঁদবে বাপজান...?
চলো.. ফিরে যাই দিগম্বর বেলা; অতঃপর
যতো খুশি খেলতে থাকো আদিম খেলা..
ওহে কাবিলের উত্তরাধিকার!
যে জন্মছে নারীর গর্ভে.. সেই কেড়ে নেয়
তার অধিকার!
ডিকশনারি ঘেঁটে কোনো শব্দ পাইনি..কেবল
বেজন্মা ছাড়া; কবিতা লিখি বলে সব দায়
কাঁধে তুলে নিতে নিঃশর্ত রাজি আছি...
কেবল একটিবার স্বীকার যাও তুমি পথহারা!!