দেখতে কিছুটা মানুষের মতো হলেও বানর মানুষ নয়
তবে কিছু কিছু মানুষ দেখতে মানুষের মতোন হলেও
আচার আচরণে ওরা বানর নিশ্চয়ই!
ভুল বানানে শুদ্ধ শব্দও যেভাবে অশুদ্ধ হয়
বানরের মতোন কার্যকারণে তেমনি মানুষও বানর হয়!
অবশ্য এইসব নিয়ে ভাবনার সময় আমাদের কই?
একগাছ থেকে আরেক গাছে লাফাতে পারলেই সই!
যান্ত্রিক যুগে এইসব এখন আরও অনেক বেশি সহজ
এখন ঘাটের টাকা খরচ করে আমাজন যেতে হয় না
এখন হাতে হাতেই ক্যাচ
এখন হাতে হাতেই ম্যাচ!
তবুও প্রথম আমি আর দ্বিতীয় আমি এখনও পাহাড়
তবুও রাত্রির কাছে এখনও খুঁজে বেড়াই ক্ষুধার আহার!