ব্যাঙের বাড়ি কে যাবি
খোকা খুকির দল
মেঘ করেছে মেঘ করেছে
তাড়া তাড়ি চল।
কুমড়ো ফুলের রাগ হয়েছে
ফুলিয়ে রেখেছে গাল
কৃষ্ণচুড়া দেয়নি কেন তাকে
একটু খানি লাল!
সজনে পাতাও মান করেছে
বাবুই বাঁধে বাসা
আমন ধানে ব্যস্ত আছে
বউরাণী আর চাষা।
ব্যাঙের এখন কষ্ট ভীষণ
সবাই করলো পর
বাড়ি ছেড়ে ব্যাঙ এবার
চরে বাঁধলো ঘর।।