-----------------
বনের পশুর গোশত দিয়ে
কারি-কাবাব বানাও
ঢাক-ঢোল পিটিয়ে তবেই
হাজার লোকে জানাও!

মনের পশুটা কেমন আছে
তার খবর জানতে চাই
সেই পশুটার কুরবানি হলে
তবেই মানুষ তুমি ভাই!!
-------------------