কোথা থেকে আসল জল
বৃষটি কিংবা পাহাড়ি ঢ্ল
সেই জলেই ভাসছে বাড়ি,
জলের পাখনা চলছে বেশ
আওলা-বাউলা তার কেশ
কোনোখানে চলে না গাড়ি।

বাড়ি ছাড়া অনেক মানুষ
ছুটছে কোথায় নাই যে হুশ
আমরা বলি তারা বানভাসি,
এক কাপড়ে ঘর ছেড়েছে
আশ্রয় কেন্দ্রে ভিড় করেছে
হারিয়েছে কচি মুখের হাসি।

সবাই ভুলে গেছে দিনরাত
আসবে কবে রাঙা প্রভাত
পালিয়ে যাবে বানের জল,
আবার তারা ফিরবে ঘরে
পাখিরা যেমন ফিরে নীড়ে
তাদের আমরা দেবো বল!!
--------------------