মাঝে-মধ্যে নিজের ভেতর ডুবসাঁতার দিই
শামুক নাই... ঝিনুক নাই.. মুক্তোও নাই
খালি পড়ে আছে একটা আস্ত বিরান মাঠ
তবুও বাইরে... তাইরে... নাইরে..
সুচতুর শেয়ালের মতোন বজায় রেখেছি ঠাট!
কেউ কেউ হয়ত বাইরের পরিপাটিটাই বুঝে
কেউ কেউ হয়ত শুধু মুখের মধুটাই খুঁজে
কিন্তু আমি জানি আমার কলস কেবলই খালি
যদি বা কিছু থেকেও থাকে
বড়জোর ফুটপাত দখল করা ধুঁ ধুঁ বালি!!