বালিকার আজ নিজের নাম মনে নেই
অথচ ব্রহ্মপুত্রের ধারে কত কাশফুল ফুটে আছে
আকাশে আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা
বালিকা কি জানে না....?
আর ক'দিন পরেই জমবে কুড়িগাই মেলা!!
তখন কি বালিকার নিজের নাম পড়বে মনে
সুড়সুড়ি না দিতেই দাঁত বের করে হাসবে?
আনমনে গাইবে জংলী লতার গান
যে গান শোনে দুরুদুরু কাঁপবে আমার
প্রাণ!!