গানের পাখি বুলবুলিটা
ডাকছে কেন আজ
মুটে, মুজুর, কুলি, চাষা
নেই যে কারো কাজ।
বিশাল বড় আকাশ জুড়ে
বাঁকা চাঁদের হাসি
সেই হাসিতে কোলা ব্যাঙ
ডাকছে ভালোবাসি।
খোকাখুকুর দলেরা সবাই
পুকুরে গেছে নাইতে
একটু পরেই ঈদের নামাজ
দু'হাত তুলে চাইতে।
এরপরেতে কোলাকুলি
বুকের সাথে বুক
হাতের মুঠোয় হাত পুরে
আগলে নেবে সুখ।।
------------------------------------