জগৎ জুড়ে কত্ত মেলা
বইয়ের মেলা সেরা
বই পড়েই যায় যে ভাই
এই জীবনটা গড়া।

ফুল বন্ধু, পাখি বন্ধু
সেরা বন্ধু বই
দুটি চোখে হাজার চোখ
বিশ্বজোড়া মই।

বই পড়ি, জীবন গড়ি
বইমেলাতে যাই
বইয়ের মতো স্বজনবন্ধু
আর কোথাও নাই।
-------------------------------