আমাদের বাড়ি থেকে একডাক দূরে পশ্চিমের
নলুয়া বিলে সেদিন দেখি বৈশাখ দাঁড়িয়ে আছে;
বৃষ্টির পানিতে তারও পাঁজর ভাঙাসুখ, সোনা
রঙ অতীত থেকে হাইব্রিড বর্তমান, তবুও সে বেশ
ভালোই আছে; ধর্ষকের কোনো ভয়-টয় নেই,
যদিও আমার শহরে শিল্পীরা বাউল গায় না!
যদিও আমার শহরে দিন দিন সকাল বিকাল
ফিরে আসছে প্রাগৈতিহাসিক বর্তমান... তবুও
সে বেশ ভালোই আছে; মাজরা পোকা কোমর
দুলিয়ে দুলিয়ে হাঁটে, কালবৈশাখীর ভয় নেই!
তুমিও ভালো থেকো হালের বৈশাখী
তেল দিও তেল নিও... দেখো,
আজ আকাশে কোন মেঘের ছিটেফোঁটাও নেই!!