একটু আগে যে কবিতাটির প্রসব হলো
একজন পাঠক সাথে সাথে করলেন তার গতি
অবলীলায় জানালেন, বাহ!
ভেতরে ভেতরে আচানক হলেও কিছু বললাম নাহ!
অবশ্য এইসব বাহ টাহ তে আমার মন ভরে না
আমি কি এখনও কচি খোকা আছি?
বাহ টাহ পেলে চার হাত-পা মেলে নাচি!
আচ্ছা, উচ্ছেদ যাউক এইসব ক্ষেদের কথা
যেহেতু ব্যথা আমার... বুকেই থাক গাঁথা!