কষ্টগুলো কেবলই তিরতির করে বড় হয়
যেনো জলের সাথে পাল্লা দেওয়া আউশ
কথিত জ্বীন-ভূত তাড়ানো ওঁঝা
দাদা বলেন, কবি হওয়া নয় এত সোজা!

তবুও দুরগামী চোখ দেখে নীলিমার আকাশ
মিটিমিটি নক্ষত্রে দুখিনী কবিতার প্রকাশ!
------------------------