আগস্ট এলে গানের পাখি
সুর যে যায় ভুলে
আগস্ট এলে গাছের পাতা
হাসে না মন খুলে।

আগস্ট এলে নদীর জল
থমকে শুধু দাঁড়ায়
আগস্ট এলে পাখপাখালি
শোকের মন্ত্র পড়ায়।

আগস্ট এলে ফুলেরা সবাই
ফুটতে আর চায় না
আগস্ট এলে বাংলা পাড়ায়
বিরহের এক আয়না।

আগস্ট এলে তোমার শোকে
মুহ্যমান হয় যে প্রাণ
আগস্ট এলেই ভাবতে বসি
এ দেশ তোমার দান।
--------------------------