একদিন ইচ্ছে হলেই কবিতার সাঁড়াশি মাঝি হতাম....
জল সাঁতারে হতে পারতাম সপ্তডিঙার কানাই....
ঝুমুর ঝুমুর নৃত্যে নৃপতিরা.......যেমন খুশি
বাজিয়ে নিতেন, সাজিয়ে নিতেন শব্দ সানাই!
আর এখন
মেঘের দেখা পেলেও ব্রিজ ভেঙে বৃষ্টি নামে না
আতসি কাঁচের খাঁচায় ঘুংঘুর ডাকে
টুংটাং ধ্বনি তোলে বাজি পোড়ায়
এসব কিছুতে আমিও কম যাই না হাওর-বাওর
তোলা দরে নগরের বেশ্যার মতো যৌবন ওড়াই!
তবু্ও উঠতি বাজারের সব প্রেম হয় পারিজাত
বলতে পার কবিতা, আমার কেন কাটে না রাত?