আসলো ঐ আষাঢ়ে
কতো ভালোবাসারে
সারাদিন রুম ঝুম,
খোপে বসা পায়রা
আসবে নাকি বায়রা
ডাকছে বাকবাকুম।
খোকাখুকি সারাদিন
ঘরে বসে তা ধিনধিন
নাইরে কোনো খেলা
ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাং
পিঁপড়ের কয় ঠ্যাং
গোনে কাটাও বেলা।
মাঝে মাঝে ঝালমুড়ি
খেতে পারো কুড়মুড়ি
ফোকলা দাঁতে হাসি,
উজান বেয়ে কৈ মাছ
কানাঘুষা করছে গাছ
লাঙল কাঁধে চাষি।।
------------------------------