কে চলতে পারে ঝরনার মতো উচ্ছ্বসিত উচ্ছ্বাস?
ঘাসফুল আর বুনোফুল ওরাও ফুঁপিয়ে কাঁদে
যেমন হাপিত্যেশ নগর জীবন আশ্রয় খুঁজে ছাদে!

ওখানে আকাশ জুড়ে অবারিত স্বপ্ন ছড়ায়
বাতাসী মেঘেরা সুখ থৈ থৈ ভৈরবী রাগ শোনায়
ফেনিল সমুদ্রের জলরাশি লবণাক্ত কাদায় ঘুমায়
তবুও আশ্বিনের উঠতি পালক ডাকে আমায়!

বলে, দেখো..  আমার সকালটা কত না উদার
আমার সন্ধ্যাটা কতটা সভ্যতার জামিনদার...
এসো... ঘাসের ডগার উপর একটুখানি বসো
ঝেড়ে একটা কাশি দাও, অতঃপর প্রাণ খুলে হাসো!!
------------------------------